ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেপ্তার ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেপ্তার - ajkerparibartan.com
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেপ্তার

3:11 pm , May 11, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির সাবেক এমপি আমির হোসেন আমুর ভাইঝি জামাই আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় শেখেরহাট পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে থানা পুলিশ বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এদিকে আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এক বিএনপি লবিং করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার ঘটনায় পুলিশি টহল জোরদার করা হয়।  শনিবার রাতে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবু তার আত্মীয় উপজেলা বিএনপির এক নেতার বাড়ীতে রাত্রীযাপন করছিলেন। বেলা ১১টার দিকে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, শহর ছাত্রদলের সাধারন সম্পাদক সুমন মন্ডল এর দায়ের করা বিস্ফোরক মামলার সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT