3:08 pm , May 11, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে স্বেচ্ছায় কাঁচা রাস্তা নির্মাণ করেছেন এলাকাবাসী। উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিড়াপাড়া খালের পাড়ে জাকির মেম্বারের বাড়ির সামনের ব্রিজ থেকে তারিকুল ইসলাম মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার জনবহুল ভূমিহীন এলাকায় যাতায়াতের অযোগ্য রাস্তার পাইলিং সহ পূর্ণ নির্মাণ কাজ করেছেন এলাকাবাসী।বৃষ্টির সময় এই রাস্তাটি সম্পূর্ণ যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। অনেক সময় এই রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক বৃদ্ধ, নারীসহ ও ছোট ছোট কোমলমতি শিশুরা খালে পড়ে যায়। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী শাখার মুজাহিদ কমিটির ছদর হাফেজ মাওলানা রেজাউল করিমের তত্ত্বাবধানে শতাধিক মুজাহিদ কমিটির নেতা কর্মী ও এলাকাবাসীদের নিয়ে তিনদফায় এই অযোগ্য রাস্তাটিকে পাইলিং সহ নির্মাণ কাজ করা হয়। স্থানীয় তারিকুল মুন্সী ও শাহিন খান বলেন, আমরা বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম না। আমাদের কষ্টের কোন শেষ ছিল না।