বাবুগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর বাবুগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর - ajkerparibartan.com
বাবুগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

3:07 pm , May 11, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মাধবপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি  আয়নাল হাওলাদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে , গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাধবপাশা ইউনিয়নের বীরপাশা গ্রামের মৃত কুব্বাত আলী তালুকদারের ছেলে রিপন তালুকদার এর নেতৃত্বে অন্তত ৮/১০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে  ইউনিয়ন বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা মাধবপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন তালুকদার মিন্টু কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে। বিএনপি কার্যালয়ে দেখভালের দায়িত্বে থাকা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আয়নাল হাওলাদার প্রতিবাদ করলে রিপন তালুকদারের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলার চালায়। এ সময় হামলাকারীরা ইউনিয়ন কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে এবং কার্যালয়ে টানানো জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে। এ ব্যাপারে রিপন তালুকদার বলেন, তার শ্বশুরের কাছ থেকে কার্যালয় ভাড়া নেয়া হয়েছে কিন্তু এ পর্যন্ত কোন ভাড়া পরিশোধ করেনি। ভাড়া চাওয়ার উদ্দেশ্যে তিনি কার্যালয়ে গিয়েছিলেন।
এ ব্যাপারে এয়ারপোর্টে থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT