3:04 pm , May 11, 2025

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে গতকাল রোববার সব্বোর্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী আরো দুই দিন অব্যাহত থাকতে পারে।গতকাল রোববার বিকেল ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল আবহাওয়া অফিস। তারা জানান, রোববার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের চেয়ে অনেকটা বেশি। তাপমাত্রা যখন ৩৬ থেকে ৩৮ এর ভেতরে হয়, তখন সেটাকে মৃদু তাপপ্রবাহ বলে। যেমন আজ বরিশালে মৃদু তাপপ্রবাহ বইছে। এদিকে মৃদু তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অস্বস্তিতে পড়েছেন সকল শ্রেণির মানুষ। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নি¤œ আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।রিকশাচালক ও শ্রমিকরা জানান, গত এক সপ্তাহ ধরেই রোদের তাপ অনেকটা বেড়ে গেছে। একটু বাতাসও নেই। রোদের তীব্রতা এত বেড়ে গেছে যে, একটু কাজ করলেই শরীর ঘেমে যাচ্ছে। দুপুরের সময় কাজ করা যায় না।এদিকে গতকাল রোববার সরকারি ছুটির দিনে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হয়নি। রাস্তা-ঘাট ছিলো অনেকাংশেই ফাঁকা।