ড্রেন নির্মানে ক্ষতিগ্রস্ত টিনশেড ভবন ধ্বসের শংকা ড্রেন নির্মানে ক্ষতিগ্রস্ত টিনশেড ভবন ধ্বসের শংকা - ajkerparibartan.com
ড্রেন নির্মানে ক্ষতিগ্রস্ত টিনশেড ভবন ধ্বসের শংকা

3:04 pm , May 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর গোরস্থান রোডে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মান করায় এক ব্যক্তির টিনশেড ভবন বড় ধরনের ফাটলসহ সীমানা প্রাচীর ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। ঘটনার শিকার ভবন মালিক নেছারউদ্দিন সংশ্লিষ্ট ঠিকাদার ও সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাননি।
নেছারউদ্দিন বলেন, নগরীর ২১ নম্বর ওয়ার্ড গোরস্থান রোডের তার বাসার সামনের সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মান কাজ শুরু করছে বরিশাল সিটি কর্পোরেশনের ঠিকাদার। ড্রেন তৈরির জন্য মাটি খুড়ে ফেলে রাখার কারনে পাশে তার সীমানা প্রাচীর ফাটল ধরে একদিকে হেলে পড়েছে। টিনশেড ভবনের প্রাচীরে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়। এছাড়াও সীমানা প্রাচীর হেলে পড়ায় লোহা দিয়ে তৈরি মূল প্রবেশ পথের গেট বেঁকে গেছে। এ কারনে বর্তমানে গেট খুলে বাসায় প্রবশে করতে ঝামেলা পোহাতে হচ্ছে। ভবনের ফাটলের কারনে একটি কক্ষ সম্পূর্ন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। যে কোন সময় কক্ষটি ধ্বসে পড়তে পারে। এতে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে ঝুঁকি নিয়ে ওই ভবনে বাস করছেন।
নেছারউদ্দিন অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে, কত টাকা ব্যয়ে কি ধরনের ড্রেন নির্মান করা হবে,  সেই তথ্য সম্বলিত কোন সাইনবোর্ডও দেয়া হয়নি। যার কারনে কারা করছেন, তাও জানা যায়নি। তবে  ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দেয়া মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি সিটি কর্পোরেশনের উপর দায় দেন। গত ২৭ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে বিষয়টি জানিয়ে আবেদন করা হয়। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ন কবিরকে বিষয়টি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত তারা কোন সিদ্ধান্ত দেয়নি।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার আবুল খায়ের বলেন, বিষয়টি আমি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রধান ও সিটি কর্পোরেশনকে জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, বিষয়টি জানি না। খোঁজ নিয়ে জেনে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT