গরমে অস্থির বরিশালের মানুষ  গরমে অস্থির বরিশালের মানুষ  - ajkerparibartan.com
গরমে অস্থির বরিশালের মানুষ 

3:01 pm , May 11, 2025

বিশেষ প্রতিবেদক ॥ গরমে অস্থির জীবনযাপন করছে বরিশালবাসি। গতকাল বরিশালে এ মৌসুমের সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সূত্র মতে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাবার মানে হলো সেখানে মাঝারি দাবদাহ প্রবাহিত হচ্ছে। বরিশালেও তাই।
বরিশালে এবছর প্রথম মৃদু দাবদাহ এসেছিলো ৫ এপ্রিল। এরপর থেকে তাপমাত্রার বৃদ্ধি স্বাভাবিক থাকলেও গত ৭ মে থেকে প্রতিদিন তাপমাত্রার পারদ উর্ধ্বগামী হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বরিশালে তীব্র দাবদাহ দেখা দিতে পারে। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে হবে তীব্র দাবদাহ। তবে গত ৫ বছরে বরিশালে তীব্র দাবদাহের কোন নজির নেই। আবহাওয়ার হিসেবে দেখা গেছে ২০২৩ সালের ১৪ এপ্রিল বরিশালের তাপমাত্রা উঠেছিলো ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত এক সপ্তাহ ধরে লাগাতার সূর্য জ্বালার শিকার বরিশালবাসি গতকাল ছিলেন বেহিসেবি অস্থিরতায়। মা তার সন্তানকে রক্ষায় ঘর ছেড়ে কীর্তনখোলার তীরে সুখ খুঁজেছেন, বৃদ্ধরা নেমেছেন ঘরের পাশে গাছের ছায়ায়। বাতাস বন্ধ থাকায় সুখ মেলেনি কোথাও। প্রচন্ড গরমে অস্থির নগরবাসি গত দুপুরের আগেই ঘর ছেড়ে রাস্তায় নেমেছেন। বেলা ১২টার পর দাবদাহ অসহনীয় হলে নগরীতে রিকশাসহ হালকা যানের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যা নামতেই সবাই ছুটে আসেন খোলা মাঠ ও নদীকূলে। বর্তমান পরিস্থিতি নিয়ে ডাক্তারদের পক্ষ থেকে বারবার সাবধান হতে বলা হচ্ছে। রাস্তার পাশে বিক্রি আইসক্রিম না খেতে বলা হচ্ছে। স্মরণ করিয়ে দেয়া হয়েছে এই দাবদাহে স্বাদু পানি না পান করলে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিস হবার সম্ভাবনা বেড়ে যায়। সবাইকে ছাতা ব্যাবহারসহ পাতলা সুতি জামাকাপড় পরতে বলা হয়েছে। নারীদের গাড় মেকআপ না করতে বলা হয়েছে। তরল জাতীয় খাবার বেশি খেতে বলা হচ্ছে। ইস্কাবিচ রোগীদের সর্বোচ্চ সাবধানতায় থালতে বলা হচ্ছে।
গতকাল বরিশালে ডাব ও পানিতালের ভরা ব্যবসা হয়েছে। ৬০ টাকায় কেনা ডাব বরিশাল নগরীতে  ১৫০ টাকায় বিক্রি হয়েছে। ছুটির দিন থাকায় বরিশাল গতকাল কারফিউর দিন বলে মনে হয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।  তবে, আশার খবর হলো আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। বৃষ্টির ধারাটা আজকের পরে আস্তে আস্তে বাড়বে। এটা যখন পূর্ণ মাত্রায় যাবে তখন তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসবে। ১৬ থেকে ১৮ মের মধ্যে তাপপ্রবাহ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে।  তাপমাত্রা বেশি থাকার কারণে আর্দ্রতা কমে আসে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম। সন্ধ্যায় তাপমাত্রা কমে আসলে স্বয়ংক্রিয়ভাবে আর্দ্রতা বাড়বে। পর্যাপ্ত পরিবেশ তৈরি না হলে বৃষ্টি হবে না। মার্চ, এপ্রিল, মে এই সময় যে বৃষ্টি হয় তা কালবৈশাখী ঝড় থেকে হয়।
গতকাল রোববার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সোমবার বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT