4:49 pm , May 10, 2025
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় আমেনা আক্তার নামে ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ মাদ্রাসাছাত্রী আমেনা আক্তার উপজেলার ধানীসাফা গ্রামের আল আমিন তালুকদারের মেয়ে। সে পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ জুনিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মা মরিয়ম বেগম জানান, তার মেয়ে আমেনা আক্তার তেলিখালী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আবাসিক থেকে দক্ষিণ জুনিয়া দাখিল মাদ্রাসায় পড়–শুনা করে। ৭ মে বুধবার শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। পরে সেখান থেকে মঠবাড়িয়ার ধানীসাফায় গ্রামের বাড়িতে আসে। বাড়িতে বসে ওর বাবার সাথে মনমালিন্য হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। এঘটনায় ৮ মে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ আমেনা আক্তারের মামা লোকমান হোসেন জানান, তার ভাগ্নি কোন মোবাইল ফোন ব্যবহার করে না। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু গত ৪ দিনেও কোন সন্ধান না পাওয়ায় তারা দুশ্চিন্তার মধ্যে দিন পার করছেন। লোকমান হোসেন জানান, অনেক সময় বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটে। মোবাইল ফোন ব্যবহার না করায় সে কোথায় কোন অবস্থায় আছে আমরা নিশ্চিত হতে পারছিনা। যদি কোন ব্যক্তি আমেনা আক্তারের খোঁজ পেয়ে থাকেন তাহলে তাদের ব্যবহৃত ০১৭৩৫-৯৫৩৫৯২, ০১৭৮৫-৯৮২৯৩৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।
