4:15 pm , April 21, 2025
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় কাল বৈশাখী ঝড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় উপজেলার রতœপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রতœপুর গ্রামের মৃত.আ.রশিদ হাওলাদারের ছেলে শহীদুল হাওলাদার(৫০) পানের বরজে কাজ করতে ছিল। এসময় হঠাৎ করে পান বরজের পাশের একটি গাছ ভেঙ্গে শহীদুলের উপর পরলে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।
