ছয় দফা দাবীতে নথুল্লাবাদে সড়ক অবরোধ করল পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবীতে নথুল্লাবাদে সড়ক অবরোধ করল পলিটেকনিক শিক্ষার্থীরা - ajkerparibartan.com
ছয় দফা দাবীতে নথুল্লাবাদে সড়ক অবরোধ করল পলিটেকনিক শিক্ষার্থীরা

3:53 pm , April 16, 2025

দূর্ভোগে শিশু ও নারী সহ হাজার হাজার যাত্রী

পরিবর্তন ডেস্ক ॥ ছয় দফা দাবীতে গতকাল বুধবার দুপর ১২টা থেকে ঢাকা-ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়কের নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ নবগ্রাম রোড-চৌমাথা এলাকায় অবরোধ করে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এ অবরোধ কর্মসূচির ফলে দুর্ভোগে পড়েন দূরদুরান্ত থেকে আসা নারী ও শিশু সহ হাজার হাজার যাত্রী। দুপুর ৩টার পরে অবরোধ প্রত্যাহর হলেও দীর্ঘ যানযটে আরো প্রায় ঘন্টাখানেক যাত্রীদের দূর্ভোগ সহ্য করতে হয়।সকাল ১১টার দিকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নগরীর নবগ্রাম রোড চৌমাথা হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেখানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানায়, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল এবং উচ্চ শিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবীতে তারা আন্দোলন করছে। দ্রুত দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দিয়ে দুপুর ৩টার পরে সড়ক ছেড়ে দেয় তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT