3:51 pm , April 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পহেলা বৈশাখ বাঙালী জাতীর প্রানের উৎসব। এই উৎসবে একই কাতারে শামিল হয় সকল স্তরের মানুষ। এমন সুন্দর আয়োজন থেকে বাদ যেন না যায় সুবিধা বঞ্চিত শিশুরাও। তাই নববর্ষ উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইভেন্ট-৮৪ ব্যতিক্রমধর্মী আনন্দময় আয়োজন করলো। তরঙ্গ ও এসএনডিসি’র পাঠশালায় মুক্তিযোদ্ধা পার্কে শিক্ষার্থীরা বৈশাখী উৎসবে মেতে উঠেছিল। বাংলা ভাষা, বাঙালির ঐতিহ্য, রীতি এসব উপলব্ধি করেছে। এমন আনন্দময় মুহূর্ত আরও আনন্দময় হয়েছিল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিতিতে। জেলা প্রশাসকের হাত থেকে শিশুরা পোশাক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়। বৈশাখের এই সকালে নাস্তা হাতে শিশুদের হাসিমুখ আনন্দে ভিন্ন মাত্রা এনেছে।