3:12 pm , April 16, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগে মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের মৃত হামিদ শেখের দুই ছেলে নুরুল আমিন (৬০) ও নজরুল ইসলাম (৫৬) এর মধ্যে দীর্ঘ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। হামিদ শেখের ছোট ছেলে নজরুল ইসলাম বলেন, আমাদের বাড়ির ভিতরে প্রবেশের রাস্তায় বেড়া দিয়ে রাখে আপন বড় ভাই নুরুল আমিন। যার ফলে চলাচলে বিঘœ ঘটে। এ বিষয়ে ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে তার ভাইকে বেড়া তুলে নেওয়ার কথা বললে এক পর্যায়ে নুরুল আমিন ও তার স্ত্রী শাহিনুর বেগম চড়াও হয়। এ সময় মারধর করে মুখের দাঁড়ি ছিড়ে ফেলে।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় বুধবার মামলা দায়ের করেছেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি সোলায়মান মামলার বিষয়টি স্বীকার করে বলেন, অভিযুক্ত নুরুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।