বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার পাশাপাশি ইসরাইলের পণ্য বর্জনের ডাক বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার পাশাপাশি ইসরাইলের পণ্য বর্জনের ডাক - ajkerparibartan.com
বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার পাশাপাশি ইসরাইলের পণ্য বর্জনের ডাক

3:10 pm , April 16, 2025

ভোলায় ধর্মপ্রান লাখো মানুষের ঢল

ভোলা প্রতিবেদক ॥ দ্বীপজেলা ভোলায় গাজাবাসির উপর বর্বর হামলা, গণহত্যার প্রতিবাদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এক পর্যায় সমাবেশ মহা সমুদ্রে পরিনত হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের হাটখোলা জামে মসজিদ এর সামনে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার। সমাবেশের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বিজিবি সভাপতি আমিরুল ইসলাম রতন, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, মাওলানা মো: বশির উদ্দিন। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেয়ার পাশাপাশি প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা। লাখো মুসল্লীদের কান্নায় আকাশ-বাতাশ ভারী হয়ে ওঠে। সকলেরই ফরিয়াদ ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ, মুসলিমদের হেফাজত করো।
শহরের সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশ অংশগ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT