মেহেন্দিগঞ্জে গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ মেহেন্দিগঞ্জে গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

2:56 pm , April 16, 2025

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নাসির শেখ (৫০) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা জানান, নাসির শেখের স্ত্রী  বাসায়  কাজের জন্য তাকে রাখেন। নাসির শেখ ও আমাদের ঘর পাশাপাশি হওয়ার কারনে সুযোগে সে আমার সাথে খারাপ কাজ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়। ধর্ষিতা কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।  এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিমে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাসির শেখকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী মিলন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT