3:15 pm , April 15, 2025
ঝালকাঠী প্রতিবেদক ॥ বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর গাফখান সেতুর টোল প্লাজার আগে ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিলো। এদের মধ্যে নারী-পুরুষসহ ১৩ জন আহত হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ঝালকাঠি শহরতলীর ইছানীল এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা ২০জন যাত্রীর ১৩জন আহত হয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।