3:04 pm , April 15, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে জেলে ও অবৈধ কারেন্ট জাল এবং বাগদা চিংড়ির রেনু পোনা ধরার সরঞ্জাম আটক করা হয়েছে। সোমবার রাতভর হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমের নেতৃত্বে কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
এ সময় ১১ জেলে আটক এবং ১ লাখ ৩২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, বাগদা চিংড়ির পোনা ধরার ১১টি পাতিল সহ কিছু ড্রাম জব্দ করা হয়। জব্দকৃত ৫০ হাজার বাগদা চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটক ১১ জন জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ জরিমানা আদায় করেন। অবৈধ কারেন্ট জাল উপস্থিত সবার সামনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।