ঝালকাঠীতে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে ঝালকাঠীতে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে - ajkerparibartan.com
ঝালকাঠীতে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

2:56 pm , April 15, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ অস্ত্র মামলায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাদিসুর রহমান মিলন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার ঝালকাঠি আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৮ মার্চ ওই মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জেলা ও দায়রা জজ রাহিবুল ইসলাম। রায় ঘোষণার সময় মিলন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলন পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানাগেছে, ২০২০ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্না ঘরের তাক থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান একই বছরের ৪ ফেব্রয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৮জন সাক্ষির সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT