দু’দফার বর্ষণে জনমনে স্বস্তি ॥ ফসলের মাঠে ইতিবাচক প্রভাব পড়তে পারে দু’দফার বর্ষণে জনমনে স্বস্তি ॥ ফসলের মাঠে ইতিবাচক প্রভাব পড়তে পারে - ajkerparibartan.com
দু’দফার বর্ষণে জনমনে স্বস্তি ॥ ফসলের মাঠে ইতিবাচক প্রভাব পড়তে পারে

2:54 pm , April 15, 2025

বিশেষ প্রতিবেদক ॥ অবশেষে বহু কঙ্খিত বৃষ্টি ঝড়লো বরিশালে। সোমবার বাংলা বছরের প্রথম দিনে গ্রীষ্ম মৌসুম শুরুর ক্ষনে দুপুর ২টা ৯ মিনিটে বরিশাল মহানগর সহ সন্নিহিত বিভিন্নস্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বরিশাল মহানগরীতে প্রায় ১.৫০ মিলিমটার বৃষ্টিপাতের সাথে বিকট শব্দের বজ্রপাতে আতংক ছড়ালেও জনমনে স্বস্তি নেমে আসে। মঙ্গলবার রাতের দ্বিতীয় প্রহরে পুনরায় মাঝারি বর্ষণে জনজীবন সহ গোটা পরিবেশ সহ ফসরের মাঠে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন পরের এ বর্ষনে সোমবার দুপুরে তাপমাত্রার পারদ স্বাভাবিকেরও নীচে, ৩০ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে আনে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাতে মঙ্গলবার সকালে বরিশালে সর্বনি¤œ তাপমাত্রার পারদও স্বাভাবিকের ১.২ ডিগ্রী নীচে ২২.২ ডিগ্রী সেলসিয়াসে হ্রাস পায়।
বহু কাঙ্খিত এ বৃষ্টিপাতের ফলে মাঠে থাকা প্রায় ৪ লাখ হেক্টরের বোরো ধান সহ সব ধরনের রবি ফসলে ইতিবাচক প্রভাব পড়বে। এমনকি সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে গ্রীস্মকালীন ডায়রিয়া প্রশমনেও কিছুটা ইতিবাচক ফল দেবে বলে আশা করছেন চিকিৎসকরা। গত দেড় মাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১৫ হাজার নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।
এমনকি দীর্ঘ প্রতিক্ষিত এ বর্ষণ নদ-নদীর পানির তাপমাত্রা হ্রাস করবে বলেও আশাবাদ ব্যক্ত করে ইলিশ গভীর সমুদ্র থেকে উপকূলভাগ সহ অভ্যন্তরীন নদ-নদীতে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য বিজ্ঞানীরা।
গত নভেম্বরের মধ্যভাগ থেকেই বরিশাল সহ সমহ সমগ্র দক্ষিণাঞ্চলে বৃষ্টির কোন দেখা ছিলনা। এমনকি বিগত বর্ষার ভরা মৌসুমজুড়েই দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতির পরে গত অক্টোবরে ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে অকাল অতিবর্ষণে উঠতি আউশ এবং আমন বীজতলা সহ রোপা আমনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু নভেম্বর থেকে গত মার্চ পর্যন্ত বরিশালজুড়ে বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের ৮০-৯৫% পর্যন্ত কম। চলতি মাসেও সারা দেশের মত বরিশাল অঞ্চলে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাতের দ্বিতীয় প্রহরে বহু কাঙ্খিত বৃষ্টিপাতের ফলে বরিশালে তাপমাত্রার পারদও প্রায় সাড়ে ৪ ডিগ্রী সেলসিয়াস নীচে নেমে গেছে। সোমবার দুপুর ১২টার পরে বরিশালে তাপমাত্রার পারদ যেখানে ৩৪ ডিগ্রীর ওপরে উঠে গিয়েছিল, সেখানে ২টার পরে বৃষ্টিপাত শুরু হলে দুপুর ৩টায় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসে নেমে যায়। রোববার দুপুর ৩টায়ও বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রী সেলসিয়াস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT