2:53 pm , April 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মিথ্যা সংবাদ পরিবেশন করায় বরিশালে এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মোহাম্মদ গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি মোহাম্মদ নাজমুল হোসেন। আরিফ ওরফে খান আরিফকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। বরিশাল সিএন্ডবি সড়কের বাসিন্দ নাসির আহমেদ রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে উল্লেখ করা হয় আসামী আরিফ ওরফে খান আরিফ ২০২৫ সালের ২১ মার্চ আজাদ বাণী ও আমার চোখ অনলাইনে বাদির অনুমতি ছাড়া ছবি প্রকাশ করে। একইসঙ্গে মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় মঙ্গলবার মামলা হলে বিচারক তা আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।