বরিশাল শায়েস্তাবাদে জমি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম মুমুর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি বরিশাল শায়েস্তাবাদে জমি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম মুমুর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি - ajkerparibartan.com
বরিশাল শায়েস্তাবাদে জমি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম মুমুর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি

3:51 pm , April 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় অটোচালক কে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুর ২ টায় নিজ বাড়ির সামনে অটো থামিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অটোচালক ঐ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হায়াৎ সার গ্রামের বাসিন্দা আব্দুল রউফ খান এর ছেলে মোঃ দুলাল খান (৪৫) । বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা শাহ আলমের কাছ থেকে ১৭ বছর পূর্বে ১৫ শতাংশ জমি ক্রয় করে ভুক্তভোগীর পরিবার। বর্তমানে তারা সেই জমি জোরপূর্বক ভাবে বেড়া দেয়। বিষয়টা নিয়ে স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান অটো চালক পরিবারকে জমির সীমানা নির্ধারণ করে দিয়ে আসে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে যায়। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন অটোচালক বাড়ি থেকে বের হওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় দাঁড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে শাহ আলম হাওলাদার, ছেলে সৌরভ হাওলাদার, সামিউল হাওলাদার সহ অজ্ঞাত ৪/৫ জন এ হামলা করে। এ সময় অটো ভাঙচুর করে নগদ অর্থ ছিনতাই করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেবাচিমে ভর্তি করে। দাঁড়ালো অস্ত্রের আঘাতে অটো চালকের মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয় ও সারা শরীরে নীলা ফোলা জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT