বানারীপাড়ায় মাদ্রাসাছাত্র ইয়াসিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার বানারীপাড়ায় মাদ্রাসাছাত্র ইয়াসিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - ajkerparibartan.com
বানারীপাড়ায় মাদ্রাসাছাত্র ইয়াসিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

3:26 pm , April 13, 2025

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় আউয়ার দারুল উলুম হাফেজিয়া ও নূরানী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সৈয়দ ইয়াসিন (১৪) হত্যা মামলার প্রধান আসামী হাফেজ রায়হান হাওলাদার(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফার নির্দেশনায় উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে ১২ এপ্রিল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার উদয়কাঠী ইউনিয়নের লবনসাড়া গ্রামের মৃত আসাদ হাওলাদারের ছেলে।
উল্লেখ্য ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলার আউয়ার দারুল উলুম হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সৈয়দ ইয়াসিন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে ইয়াসিনের পরিবারের কাউকে জানানো হয়নি। ১৮ অক্টোবর বিকালে মাদ্রাসার কাছাকাছি আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ইয়াসিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা। লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওইদিন একটি অপমৃত্যু মামলা করে পুলিশ। মাদ্রাসা শিক্ষকদের প্রহারে ইয়াসিনের মৃত্যু হলে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের নির্দেশে লাশ রাতের আধারে মাদ্রাসা সংলগ্ন খালে ফেলা হয়। গেলো বছরের ২৮ অক্টোবর ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে ৫ জনকে আসামী করে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT