3:25 pm , April 13, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় ফাতিমা আক্তার নামে এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতিমা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের হান্নান হাওলাদারের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ফাতিমার বাবা ফরিদপুরে কাজে গিয়েছিলেন এবং মা ছিলেন বাজারে। আর বড় বোন স্কুলে যাওয়ার পর ঘরে কেউ না থাকায় সেই সুযোগে ঘরের আড়ার সঙ্গে মাছ ধরার ঝাকি জালের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে তার চাচী রশেদা বেগম ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।