মঠবাড়িয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগ মঠবাড়িয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগ

3:24 pm , April 13, 2025

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে বিএনপি’র সদস্য ফরম বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদারের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়ে রোববার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কবীর বেপারী। এসময় তিনি বলেন, বিগত ৩৫ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপি করার কারণে গত ১৭ বছরে তার নামে প্রায় ২০-২৫টি মামলা হয়েছে। এরমধ্যে ১০-১২টি মামলায় জেল খেটেছেন। কিন্তু গত ১৭ বছর যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন তারাই এখন পুরোদমে নয়া বিএনপি সেজে তাকে বিভিন্ন কায়দায় রাজনৈতিকভাবে হয়রানির করছেন। এমনকি বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদার তার সহযোগী রুহুল তালুকদার, সিদ্দিক তালুকদার সহ আওয়ামী দোসরদের নিয়ে তাকে বিএনপির সদস্য ফরম পর্যন্ত পূরণ করতে দেয়নি। তিনি আরো বলেন, ৫ আগষ্ট স্বৈরাচারের পতনের পর মঠবাড়িয়া উপজেলা বিএনপির মধ্যে ব্যাপক গ্রুপিং দেখা দেয়। নেতারা তাদের দল ভারি করতে নব্য বিএনপিদের নিয়ে রাজনীতি শুরু করায় আমরা তৃণমূলের ত্যাগী নেতারা দলের মধ্যে কোনঠাসা হয়ে পড়েছি। এভাবে চলতে থাকলে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হালিম মাতুব্বর, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমাদুল সরদার, ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন সহ অনেকে।
এব্যাপারে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে বলেন, সদস্য ফরম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিতরণ করেছেন। আমি এ বিষয়ে কিছুই জানিনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT