গৌরনদীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা করলো ছোট ভাই! গৌরনদীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা করলো ছোট ভাই! - ajkerparibartan.com
গৌরনদীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা করলো ছোট ভাই!

3:23 pm , April 13, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত বড় ভাইয়ের স্ত্রী বাদি হয়ে দেবর ও ছোট জা কে আসামি করে রোববার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের মৃত সোহরাব হোসেন ওরফে ছবর আলী ফকিরের বড় ছেলে দেলোয়ার হোসেন ফকিরের (৫৫) সঙ্গে ছোট ছেলে জাহাঙ্গীর হোসেন ফকিরের (৫০) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ফকিরের ছেলে ফয়সাল ফকির অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে আমার বাবা দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে চাচা জাহাঙ্গীর হোসেন তার গরুর একটি বকনা বাছুর ছেড়ে দেন। ওই বাছুর আমাদের বাড়িতে ঢুকে বিভিন্ন ফলজ গাছের চারা ভেঙে ফেলে বিনষ্ট করে। এ নিয়ে আমার বাবা-মার সঙ্গে চাচা-চাচীর বাগবিতন্ডা হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ঝগড়ার এক পর্যায়ে চাচা ও চাচী লাঠিসোটা নিয়ে আমার বাবার ওপর হামলা চালায়। বাবার গলা টিপে ধরে ও কিল ঘুষি মারতে থাকে। এ সময় মাথায় লাঠির আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই বাবা মারা যান। অভিযোগের বিষয়ে ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বড় ভাই হৃদ রোগে আক্রান্ত ছিল। ইতিপূর্বে একবার স্ট্রোক করেছিল। বাগবিতন্ডার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। হামলার অভিযোগ সঠিক নয়।
গৌরনদী থানায় পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ফকির ও তার স্ত্রী সুমি আক্তার কে আসামি করে রোববার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT