3:18 pm , April 12, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইউম এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, মসজিদের ইমাম, ব্যবসায়ি সহ সর্বস্তরের প্রায় সহা¯্রাধিক লোক অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইউম এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, গাউস মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল কবির মিরাজ, জসিম উদ্দিন ফরাজী, পৌর জামায়াতের আমির আব্দুল মালেক মীর, ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির সদস্য মাওলানা বেলায়েত হোসেন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাশেদ, মঠবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ব্যবসায়ি ছগির হোসেন, কালাই মৃধা নূরানী মাদ্রাসার প্রধানশিক্ষক মাওলানা ইয়াসিন ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মনির প্রমুখ। উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইউম ২০২৩ সালের ২৯ মে যোগদান করেন। এরপর তিনি সততা ও দক্ষতার মধ্য দিয়ে নিরলসভাবে কাজ করে মঠবাড়িয়ার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগতা অর্জন করেন। সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক আদেশে মঠবাড়িয়া থেকে তাকে পটুয়াখালীর গলাচিপায় বদলী করা হয়।