কাউখালীতে রং তুলিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা কাউখালীতে রং তুলিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা - ajkerparibartan.com
কাউখালীতে রং তুলিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

3:18 pm , April 12, 2025

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামে মেলাসহ নানা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব অনুষ্ঠানকে সামনে রেখে চাহিদা বাড়ে মাটির তৈরি বিভিন্ন  তৈজসপত্রের। ফাল্গুন মাস থেকেই  এ সকল তৈজসপত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন পিরোজপুরের কাউখালীর মৃৎশিল্পীরা।
উপজেলার সোনাকুর  গ্রামের  মৃৎশিল্প কারিগর নিমাই পাল( ৬৭) বলেন, এসকল মালামাল বেশিরভাগ  আগেই তৈরি করা থাকে। সিজনে রঙ দিয়ে এবং বিভিন্ন কারুকাজ করে আমরা এ মাটির তৈরি তৈজসপত্র ও খেলনা তৈরি করি। সারা বছরই এ কাজ করি তবে এই সময়ে আমাদের ব্যস্ততা একটু বাড়ে।
বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী এসব পণ্যের বেচাকেনা বাড়লে সারা বছরের লোকসান  কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন মৃৎশিল্পীরা।
সরেজমিনে উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর এলাকায় ও কাউখালী সদরের পালবাড়ী এলাকায়  দেখা যায়, বৈশাখী মেলায় ব্যবসা করতে পণ্য তৈরিতে রাত-দিন কাজ করে চলছেন  শিল্পীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির  আঙিনায় বসে মাটি দিয়ে পুতুল, হাতি, ঘোড়া ,ময়ূর  হাঁড়ি-পাতিল  সহ বিভিন্ন  খেলনা সামগ্রী তৈরি করছেন ।
মাটির তৈরি তৈজসপত্র ও খেলনা রোদে শুকানোর পরে বিশেষ পদ্ধতিতে আগুনে পুড়িয়ে নিপুণ তুলির আঁচড়ে বাহারি রঙে রাঙিয়ে তোলা হচ্ছে।
কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব  এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, তাদের  তৈরি জিনিসপত্রগুলো পহেলা বৈশাখের মেলা সহ এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে। যদিও প্লাস্টিকের পণ্য  বাজার দখল করে নেওয়ায় মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা কমে গেছে। তারপরও বাপ-দাদার এ পেশাকে এখনো ধরে রেখেছেন তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT