শয্যার দ্বিগুণ রোগী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যার দ্বিগুণ রোগী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে - ajkerparibartan.com
শয্যার দ্বিগুণ রোগী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে

3:07 pm , April 12, 2025

গরমের সাথে বাড়ছে ডায়রিয়া
নিজস্ব প্রতিবেদক ॥ বিগত বছরগুলোর তুলনায় এবারে গরমের প্রকোপ অনেকটাই বেশি হতে পারে বলে পূর্বভাস করেছে আবহাওয়া অধিদপ্তর। বাস্তব পরিস্থিতিও অনেকটাই মিলে যাচ্ছে। ধীরে ধীরে বেড়েই চলেছে রোদের তাপ। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সিরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নগরীর সদর হাসপাতাল সহ সকল চিকিৎসা কেন্দ্রগুলোতে। নগরীর সিংহভাগ ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা নেয় বরিশাল সদর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। গরমের শুরুতেই এই সরকারি হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা সেবা নিতে হিমশিম খেতে হচ্ছে। ধারন ক্ষমতার তুলনায় বর্তমানে এই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের রোগির চাপ বেশি থাকায় কর্মরত দের বেশ বেগ পেতে হচ্ছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শিশু-নারী ও পুরুষদের চিকিৎসা দেওয়া হয়। যার কারণে শয্যা সংখ্যার দ্বিগুণ রোগীর ঠাঁই হয় ফ্লোরে। গাদাগাদি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাদের। জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার বলেন, দক্ষিণাঞ্চলে একমাত্র এ হাসপাতালে ডায়রিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়। সরকারিভাবে ৪ বেডের বরাদ্দ রয়েছে। রোগী চাপের কারণে আরও ৮টি বেড বাড়ানো হয়েছে। মোট ১২টি বেড থাকলেও প্রতিদিন গড়ে ৩০-৩৫ জন রোগী এখানে ভর্তি হয়। গরমের সময় একটু রোগী বেশি থাকে। বৃষ্টি পড়লে রোগী কম হয়। গতকাল রোগী ভর্তি ছিল ২৯ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে একটি টিনশেড ঘরে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়ার্ডের বাইরে, এমনকি খোলা আকাশের নিচে রেখেও চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারি মাসে ৩৮০ জন, ফেব্রুয়ারি মাসে ৩৯০ জন ও মার্চ মাসে তা ৫৩৬ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এ ওয়ার্ডের জন্য এখন আইপিএস ও ফ্যান জরুরি। এ ছাড়াও ইলেকট্রোলাইট মেশিনটি প্রয়োজন রয়েছে। ইলেট্রোলাইট পরীক্ষার জন্য রোগীদের বাইরে পাঠাতে হয়। হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা নিরাপত্তাহীনতায় থাকেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT