4:48 pm , April 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মাজাহারুল ইসলাম বাদল এর কন্যা জাহানারা আক্তার বিথির আজ ৩য় মৃত্যু বার্ষিকী। ২০২২ সালের ১২ এপ্রিল এই দিনে অনার্স শেষ বর্ষের মেধাবী ছাত্রী বিথি অজ্ঞাত ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকার ধানমন্ডি গ্রীন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেন।
মাত্র ২২ বছর বয়সে নিভে গেছে তার জীবন প্রদীপ। বিএম কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কন্যা বিথিকে সুস্থ করতে নিজের সবটুকু অর্থ বিসর্জন দিয়েছিলেন বাবা বাদল। নিজের সর্বস্ব খরচ করার পর নগরীর শুভাকাঙ্খীদের কাছে হাত পেতেছেন। একটাই শান্তনা ছিল মেয়েটা সুস্থ্য হলে একদিন চাকুরী করবে। পিতার দুর্দশা ঘোচাবে। দিনরাত পত্রিকা বিক্রি এবং মানুষের সাহায্য-সহযোগিতা নিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েও কন্যাকে সুস্থ করতে পারেননি। চিকিৎসকরা তার শরীরের রোগ চিহিৃত করতে পারেনি। তাই প্রকৃত চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে তরুনী বিথি।