4:48 pm , April 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চললেও এবার বৈশাখী মেলার অনুমতি দিচ্ছে না মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তার কারণ দেখিয়ে মেলা বন্ধের ঘোষণা এলেও জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন উদীচী জানাচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা মেলার প্রস্তুতি নিচ্ছেন।
বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজনের কথা জানিয়েছে উদীচী বরিশাল জেলা সংসদ। সংগঠনটির সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সি বলেন, ‘আমরা বৈশাখী মেলা করতে চাই এবং সেই প্রস্তুতি নিচ্ছি। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৭ দিনব্যাপী বৈশাখী মেলার পরিকল্পনা রয়েছে আমাদের।’
মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো অনুমতি দিচ্ছি না। শহরের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এদিকে চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। ঐতিহ্যবাহী মুখোশ, ঘোড়া, হাতি তৈরির কাজ করছেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর উপকরণ ও উপস্থাপনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে।
অন্যদিকে বৈশাখ ঘিরে বরিশালের ইলিশের বাজারে আগুন। শহরের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতাদের ভিড় বাড়লেও মাছের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায়, দেড় কেজির মাছ ৪ হাজার টাকায় এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়।