4:16 pm , April 11, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদে অপহরণ মামলার প্রধান আসামি ফজলে রাব্বি ও তার মা রোকসানা বেগমকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মুন্সিগঞ্জ থেকে বরিশাল র?্যাব-৮ এবং ঢাকা র?্যাব-১১ এর যৌথ টিম তাদেরকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করে। এ তথ্য নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার।
ফজলে রাব্বি ১০নং সারেংকাঠী ইউনিয়নের
উত্তর করফা গ্রামের আলম এর ছেলে। উল্লেখ্য নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামের নুরুল ইসলাম এর মেয়ে চিলতলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার সময় ফজলে রাব্বি প্রেমের প্রস্তাব দেয়।
গত ১৫ ডিসেম্বর বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাব্বি সহ অন্য আসামীরা তাকে অপহরণ করে।
নেছারাবাদ থানার ওসি রাধেশ্যাম সরকার বলেন, আমাসীদের ঢাকার মুন্সিগঞ্জ থেকে র?্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।