গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা - ajkerparibartan.com
গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা

4:13 pm , April 11, 2025

মোঃ কবির খান, ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান এবং ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে নানা শ্রেণি-পেশার শত শত মানুষের অংশগ্রহনে ভান্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেমা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মেহেদী হাসান, সমাজসেবক বাদশা জোমাদ্দার এবং ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মুফাইব।
পথসভায় বক্তারা বলেন, গাজা ও রাফায় যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে তা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। শিশু, নারী ও নিরাপরাধ মানুষের ওপর চালানো এই বর্বরতা বিশ্বের বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। মুসলিম উম্মাহর এখন একমাত্র দায়িত্ব এই হত্যাকা-ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একযোগে ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। এই বর্জনই হতে পারে শান্তিপূর্ণ প্রতিবাদের শক্তিশালী মাধ্যম। তারা আরও বলেন, এই মুহূর্তে আমাদের একতার প্রমাণ দিতে হবে। শুধু বক্তব্য নয় আমাদের দৈনন্দিন জীবনেও এই প্রতিবাদ প্রতিফলিত হতে হবে। পথসভার শেষে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাকারিয়া আল ফরিদি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT