2:51 pm , April 10, 2025

স্বরুপকাঠি প্রতিবেদক ॥ স্বরুপকাঠিতে গৃহবধূ বীথি আক্তার (১৮) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফাহিম হোসেন গ্রেফতার হলেও বাকী আসামীরা ধরাছোঁয়ার বাইরে। বীথির শশুর সোহাগ মিয়া, শাশুড়ী সাবিনা এবং অপর আসামী ইসমত আরা ও মাসুম শেখ এখনো গ্রেফতার না হওয়ায় ন্যায় বিচার নিয়ে চিন্তিত বীথির পরিবার। আসামীদের আত্মীয় সোহাগ মিয়া কৃষকদলের নেতা হওয়ায় বাদীকে বিভিন্ন ধরণের হুমকী দিচ্ছে।
এ বিষয়ে বীথির বাবা মিজানুর রহমান বলেন, আমার আদরের মেয়েটাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। আয়রন মেশিন গরম করে গোপন স্থানে ছ্যাকা দিয়ে মেরেছে মেয়েটাকে। আমি ন্যায় বিচার চেয়ে থানায় মামলা করি। প্রধান আসামি ফাহিম গ্রেপ্তার হলেও অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি এবং সোহাগ মিয়া স্থানীয় কৃষক দলের নেতা হওয়ায় লোকজন নিয়ে আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে।
বীথি আক্তার ছয় মাস আগে পরিবারের অমতে প্রেম করে ফাহিম হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলো।
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, এক নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি বাকিদেরও অতি দ্রুত গ্রেফতার করা হবে।
মামলার প্রধান আসামি ফাহিম সম্প্রতি ছারছিনা দরবার শরীফের দান বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে।