মেহেন্দিগঞ্জে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও মেহেন্দিগঞ্জে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

2:50 pm , April 10, 2025

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ এসএসসি পরীক্ষার প্রথমদিনে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিয়াজুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট মুসলিম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করেন। জানা গেছে, এ বছর মেহেন্দিগঞ্জ উপজেলায় মোট ৭টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৯৮ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৯১৯ জন এবং দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৭৯ জন। প্রথম দিনের এসএসসি ৫টি কেন্দ্রে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৪ জন এবং দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩৫ জন। এ বিষয়ে  ইউএনও রিয়াজুর রহমান বলেন,  যে কোনো মূল্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে  সব ধরনের  প্রচেষ্টা অব্যাহত আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT