বরিশালে হালখাতা বেচাকেনার ধুম    বরিশালে হালখাতা বেচাকেনার ধুম    - ajkerparibartan.com
বরিশালে হালখাতা বেচাকেনার ধুম   

2:44 pm , April 10, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বাংলার ব্যবসায়ী সমাজের হাল বৈশাখের সবচেয়ে বড় পর্ব হচ্ছে হালখাতা । পুরাতন বছরের পাওনা-দেনা মিটিয়ে নতুন হিসেব নতুন খাতায় লিপিবদ্ধ করে ব্যবসা পরিচালনায় শতাব্দির পর শতাব্দি  ধরে ব্যবসায়ীরা এমনটা করে থাকেন। আর তাই চৈত্রের শেষে হালখাতা তৈরি ও বেচাকেনার ধুম পড়েছে বরিশালে। বরিশালে হালখাতার দোকান ঘরগুলোতে জবেদা, খতিয়ান, হাচ্ছিটা, চাপাটালি, বন্ডবুক ও পাকাটালি খাতা তৈরি করা হচ্ছে দিন-রাত ধরে। কাগজ ও শ্রমিক মজুরি বাড়ায় এবারে দামও একটু চড়া। আধুনিক কম্পিউটারের যুগেও হালখাতার  ব্যবহার সমানে চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সরকার প্রথা বিলুপ্ত হওয়ায়  শূন্যের কোঠায় এখন জবেদা ও নগদান খাতার ব্যবহার। হালখাতার ব্যবসায়ীদের মতে দুর্নীতি দমন ও স্বচ্ছ প্রক্রিয়ায় হালখাতার কোন বিকল্প নেই। আর তাই যুগে যুগে অব্যাহত রয়েছে এর প্রচলন। বুনিয়াদি ব্যবসায়ীরা ঐতিহ্যকে ধরে রেখে এখনো বৈশাখে চালু রেখেছেন। তাদের প্রতিষ্ঠানে চলছে পুরনো খাতায় চূড়ান্ত হিসেবের প্রস্তুতি। নতুন খাতায় লিপিবিদ্ধ করা হচ্ছে বকেয়ার হিসেব। বরিশালে এবছর ১০ হাজার হাল খাতার চাহিদা রয়েছে।
পুরাতন যতই জীর্র্ণ হোক, তাকে নিয়েই নতুনের পথে এগিয়ে চলায় এই হালখাতা এখনো শতাব্দির সাক্ষী হয়ে আছে আমাদের সমাজে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT