2:43 pm , April 10, 2025

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর বিশ্ব মুসলিমের একতাই দরকার। আমরা সবাই রসুল সেনা ভয় করিনা বুলেট বোমা। আমরা সবাই মুসলমান
গাজার জন্য যান কোরবান’ ইত্যাদি শ্লোগানে মুখরিত ছিলো বরিশালের অলিগলি। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডের পাড়া-মহল্লা থেকে দলে দলে মানুষের খন্ড খন্ড মিছিল এসে জড়ো হচ্ছিল নিকটস্থ বড় সড়কে। সেখানে অপেক্ষমান মহানগর বিএনপির নেতাদের মিছিলের সাথে যুক্ত হয়ে শ্লোগান তোলেন ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, বিশ্ব মুসলমানদের একতাই দরকার’।
এক হও এক হও
বিশ্ব মুসলিম এক হও।
আমরা সবাই দ্বীনি ভাই
ফিলিস্তিনের ভয় নাই। পৃথক পৃথক দলীয় ও ব্যক্তিগত প্রচারণা ব্যানার নিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার বরিশালের জিলাস্কুলের সামনে থেকে বিশাল গণজমায়েত নিয়ে এগিয়ে যান টাউনহলের দিকে। ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে দেখা যায় বগুড়া রোড থেকে বের হয়ে সদর রোডে জড়ো হতে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জমায়েত হয়েছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির। পৃথক পৃথক ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তাদের এই সমাবেশ ও র্যালিতে সকলের শ্লোগান একটাই ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর। জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বের হওয়া র্যালিটি জড়ো হয় অশ্বিনী কুমার টাউনহলের সামনে। এখানে আগে থেকেই আরো বড় সমাবেশ নিয়ে অপেক্ষা করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সহ আরো অনেকে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, শান্তিচুক্তি ভঙ্গ করে ইসরায়েলী বাহিনী গাজায় হামলা চালিয়ে নিরীহ জনগণ, নারী-শিশুদের পর্যন্ত নৃশংসভাবে হত্যা করছে। জেনেভা কনভেনশনের কোনো কিছুরই তারা তোয়াক্কা করছে না। তাদের এই হত্যাযজ্ঞ দেখেও বিশ্বনেতারা, এমনকি জাতিসংঘ পর্যন্ত চুপ হয়ে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের আজ সারাদেশে ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নির্দেশ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় মহানগর বিএনপি গাজা ও রাফায় ইসরায়েলী গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে সংহতি র্যালির আয়োজন করেছে।
সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার বলেন, আমরা জাতিসংঘের কাছে জোর দাবী জানাচ্ছি, অবিলম্বে এই নৃশংসতা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হোক। সমাবেশে বক্তব্য রাখেন
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন, মো: আলামিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, মহিলাদল নেত্রী ফারহানা তিথিসহ আরো অনেকে।
এদিকে একই শ্লোগান নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অশ্বিনী কুমার টাউনহলের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
অন্যদিকে জুলাই বিপ্লব, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে জনমত তৈরির জন্য নগরীতে জনসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন।