4:08 pm , April 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গৃহবধূকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বুধবার মামলা দায়ের করেন বাবুগঞ্জের ভুতের দিয়া গ্রামের ভিকটিমের বাবা মোহাম্মদ আল-আমিন। মামলার আসমীরা হল- একই গ্রামের জিহাদ, সিয়াম, জিসান ও শাকিব। বাদি উল্লেখ করেন গত ২০ ফেব্রুয়ারি কন্যা আফরিনের বিয়ে হয়। ১০ মার্চ বাড়ির সামনে রাস্তার উপর পৌছলে আসামিরা তার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ে কোনভাবে আসামিদের কবল থেকে বের হয়ে তাকে (বাবাকে) ফোন করলে ঢাকা গামী একটি লঞ্চ তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হলে বিচারক মামলাটি আমলে নিয়ে বাবুগঞ্জ থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি অজিবর রহমান।