বরিশালে বৈশাখী মেলার অনুনতি দেবে না পুলিশ বরিশালে বৈশাখী মেলার অনুনতি দেবে না পুলিশ - ajkerparibartan.com
বরিশালে বৈশাখী মেলার অনুনতি দেবে না পুলিশ

4:07 pm , April 9, 2025

চলছে শোভাযাত্রার যৎসামান্য প্রস্তুতি

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে বৈশাখী মেলার অনুনতি দেবে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ। উদীচী, চাদের হাট, প্লানেট ওয়ার্ল্ড এর পক্ষ থেকে নগরীর বিএম স্কুল মাঠ, টিবি হাসপাতাল মাঠ ও শিশু পার্কে বাংলা নববর্ষের প্রথম দিন থেকে তিনদিনের বৈশাখী মেলার আয়োজন হতো। বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম গতকাল জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে এ বছর বাংলা নববর্ষে বরিশাল নগরীতে কোন মেলার আয়োজন করতে দেয়া হবে না। তবে যে কোন শোভাযাত্রা সফলে পর্যাপ্ত নিরাপত্তাসহ সার্বিক সহায়তা করা হবে। এদিকে বরিশাল চারুকলার পক্ষ থেকে চলছে শোভাযাত্রার যৎসামান্য প্রস্তুতি। সেখান থেকে জানানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এবার শোভাযাত্রার যৎসামান্য প্রস্তুতি নেয়া হচ্ছে। জনতার সাড়া পাওয়া গেলে শোভাযাত্রা সীমিত পরিসরে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT