বানারীপাড়ায় কৃষকদল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা আ.লীগ সন্ত্রাসীদের বানারীপাড়ায় কৃষকদল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা আ.লীগ সন্ত্রাসীদের - ajkerparibartan.com
বানারীপাড়ায় কৃষকদল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা আ.লীগ সন্ত্রাসীদের

4:04 pm , April 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল কাজীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়েছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী। আশংকাজনক অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফুল। সাইফুল ওই গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত সোবাহান কাজীর ছেলে। হামলাকারীরা হচ্ছে : একই এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলামিন খান, যুবলীগ নেতা কালাম বেপারী, শাহিন বেপারী, সোহেল বেপারী, সানি বেপারী, মামুন, মাসুম, মোরশেদ, হারুন ও জলিল। এর মধ্যে কালাম বেপারী একাধিক মামলার আসামী এবং ৩৩ বছরের সাজা রয়েছে তার বিরুদ্ধে। অপর অভিযুক্তরাও বানারীপাড়াসহ বিভিন্ন থানায় মামলার আসামী। অভিযোগকারী আহতের ভাই আব্দুস সালাম কাজী বলেন, ৫ আগস্টের পর হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়। এরপর তারা আর গ্রামে আসতে পারেনি। এ কারনে সাইফুলের উপর ক্ষুব্ধ হয় হামলাকারীরা। তারা তাকে হত্যার চেষ্টায় একাধিকবার বৈঠক করে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে পশুর হাট থেকে বাড়িতে আসার সময় আলামিন খান বাড়ি এলাকায় হামলাকারীরা ঐক্যবদ্ধ হয়ে রামদা, লোহার রডসহ একাধিক ধারালো অস্ত্র নিয়ে সাইফুলের উপর হামলা চালায়। তারা এলোপাথাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটায়। সাইফুলের ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাইফুলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারীদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগকারী আরো বলেন, ঘটনার পরপরই বাইশারী ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা বলেন, ঘটনা শোনার পর বাইশারী পুলিশ ফাড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT