4:03 pm , April 9, 2025

আজকের পরিবর্তন সম্পাদকের শোক
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের পত্রিকা জগতের সুপরিচিত মুখ হকার মোঃ আজমল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। রাজধানীর শ্যামলী সিকেডি ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার জোহর বাদ নিউ সার্কুলার রোড জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে বাঘিয়া মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ও আলম বুক স্টলের স্বত্বাধিকারী আলম সিকদার।