4:03 pm , April 9, 2025

বিএমপি’র নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশের ন্যায় বরিশালে আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের নির্বিঘœ পরিবেশ বাজায় রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে যেকোন ধরনের লাউড স্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রবাদি বহন সম্পূর্ন রুপে নিষেধ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। নগরীর ১৮টি কেন্দ্রে এসএসসি, ২টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষাসহ মোট ২৪টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।