ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ - ajkerparibartan.com
ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ

3:58 pm , April 9, 2025

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে স্বরূপকাঠিতে জমিয়তে হিজবুল্লাহ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকালে জগন্নাথকাঠি বন্দর মসজিদ চত্তর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে মানববন্ধন করে। এতে  ছারছীনা মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উপজেলা হিজবুল্লার নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন ছালেহী, উপজেলা হিজবুল্লাহ’র সভাপতি ডা. মো. মাসুম বিল্লাহ, সম্পাদক মাওলানা মো. আব্দুল আউয়াল, ছারছীনা দারুচ্ছুন্নাত দিনীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুম মুনির হামীম প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT