3:44 pm , April 9, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মারধর করে তাকেসহ মামলায় উল্লেখিত স্বাক্ষীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার পশ্চিম চরামদ্দী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কল্পনা বেগম এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে তিনি বলেন, উপজেলা চরামদ্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরামদ্দী গ্রামের মৃত মুজাম্মেল খানের পুত্র মোঃ হেলাল খান বিভিন্ন সময় কল্পনা বেগমকে কুপ্রস্তাব দেয়। তিনি তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২৬ নভেম্বর রাত ৮ টার সময় হেলাল খান ওই নারীর বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে পরদিন ২৭ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-জিআর-৪০৯। ভুক্তভোগী নারী অভিযোগ করে আরও বলেন, হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই সে তার মামলায় স্বাক্ষী স্বামী ও বাড়ির লোকজনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করছে। যেসব ঘটনার সাথে বাস্তবের কোন মিল নেই। তাদেরকে হয়রানি করার উদ্দেশ্য দায়ের করা মামলাগুলো হলো এমপি মামলা নং-৪৪৫/২০২৪, সিআর মামলা নং-৮৯২/২০২৪ ও সিআর মামলা নং-২০৩/২০২৫। কল্পনা বেগম মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। অভিযুক্ত হেলাল খানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, থানায় কোন মিথ্যা মামলা এজাহারের সুযোগ নেই। কেউ যদি আদালতে কোন মামলা দায়ের করে তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।