আগৈলঝাড়ার ইউএনও ফারিহা তানজিনের অপসারণ দাবী আগৈলঝাড়ার ইউএনও ফারিহা তানজিনের অপসারণ দাবী - ajkerparibartan.com
আগৈলঝাড়ার ইউএনও ফারিহা তানজিনের অপসারণ দাবী

3:00 pm , April 8, 2025

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর অপসারণের  দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।  বিক্ষোভকারীরা মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বরিশাল জেলা(উত্তর)যুবদলের সদস্য সালমান হাসান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহিন, স্থানীয় নান্নু মোল্লা, ইকবাল সিকদার, পরী বখতিয়ার, মঞ্জুয়ারা বেগম, লুনা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন তার অফিসের অফিস সহায়ক আমির আলী ও বিলকিছ আক্তার। তারা জানান, ইউএনও স্যার তার গাড়ীতে করে উপজেলা পরিষদে আসা সরকারি খেজুর, দুম্বার মাংস ও শাড়ী-লুঙ্গি তার বরিশালের রাড়িতে নিয়ে যায়। অফিস সহায়কদের স্বাক্ষর জাল করে মোবাইলকোর্টের টাকা আত্মসাৎ করেন ওই অফিসের সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে মৌখিকভাবে বিচার দেওয়ার পরেও সে কোন পদক্ষেপ নেয়নি। এ কারনে অফিস সহায়ক আমির আলী ও বিলকিছ আক্তারের যৌথ স্বাক্ষরে বরিশাল জেলা প্রশাসকের কাছে ২৫ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন। তারা অভিযোগ দেওয়ার কারনে অফিস সহায়ক আমির আলী ও বিলকিছ আক্তারকে ইউএনও ফারিহা তানজিন তার কক্ষে ডেকে নিয়ে গালমন্দ করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, আমি আমার অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মতিউর রহমান মোল্লা অসুস্থ ও কাজ না পারায় তার পরিবর্তে তরিকুল ইসলাম হলুদকে দিয়ে কাজ করানো হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT