3:00 pm , April 8, 2025

গৌতম বাড়ৈ, স্বরুপকাঠি প্রতিবেদক ॥ নেছারাবাদে ১৪৩নং দক্ষিণ-পূর্ব সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোটি টাকার জমি অবৈধভাবে দখল করে বেশ কয়েকটি বাড়িঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দখলদারদের বিরুদ্ধে। বিদ্যালয়ের নামে ৪০ শতক জমি রেকর্ডভুক্ত থাকলেও এর ৩৬ শতক জমি বে-দখলে রয়েছে। আওয়ামী লীগ আমলে এ জমি দখল হয়। প্রধান শিক্ষিক ফারহানা জাহান দখলদারদের বাধা দিলে তাকে গালিগালাজ করে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত জমি দখলমুক্ত করতে শিক্ষা অফিস সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। এডহক কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, স্কুলের নামে দলিলে ৪২ শতক জায়গা আছে। বিএস রেকর্ডে ৪০ শতক হয়েছে। সেই ৪০শতক জায়গার মধ্যে ৪ শতকে স্কুল ভবনটি আছে। বাকি জমিতে স্থানীয় কিছু আওয়ালীগের লোক ঘর তুলে বসবাস করছে। নতুন করে এখনো কিছু লোক জমি দখল করে ঘর তোলা অব্যাহত আছে। তিনি দ্রুত স্কুলের জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
দখলদার লাইলি বলেন, এ জমি আমাদের। অবৈধ জমিতে স্কুল উঠছে। আমি রেকর্ড সূত্রে মামলা করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা জামান বলেন, স্কুলের নামে ৪২ শতক জমি আছে। ওই জমির মাত্র ৪ শতকে স্কুল ভবনটি রয়েছে। বাকি ৩৮ শতক জমি স্থানীয় কিছু লোক আওয়ামী লীগ সরকার আমলে অবৈধ দখল নিয়ে ঘর দরজা বানিয়ে বসবাস করছে ।
সহকারি শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দীন বলেন, বিদ্যালয়ের জমি অবৈধ দখল হচ্ছে বিষয়টি শুনেছি। আমরা বিদ্যালয়ের জমির কাগজপত্র নিয়ে প্রধান শিক্ষককে অফিসে ডেকেছি। বিষয়টি জেনে ইউইএনও এর সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম উদ্দীন বলেন, আমি ওই বিদ্যালয়ের কাগজ পত্র নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইবো। কাগজপত্রে জমি স্কুলের হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।