গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - ajkerparibartan.com
গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

2:58 pm , April 8, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ পঞ্চম শ্রেণির স্কুলছাত্র জয় দত্ত নিহতের বিচার ও ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী এবং  এলাকাবাসী। এ সময় সড়কের দু’পাশে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার  আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন ঘটনাস্থলে পৌছে দাবি বাস্তবায়নের আশ^াস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দার। শিক্ষার্থীদের অভিযোগ, মহাসড়কের  এই অংশে স্পিডব্রেকার না থাকায় বেপরোয়া যানবাহন চলাচলের কারনে দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। স্পিডব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনসহ শিক্ষার্থী জয় হত্যার বিচার দাবি করেন বক্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT