2:58 pm , April 8, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা মামলার আসামী সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতার মামলার আসামি উপজেলার সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮) ও উপজেলার বেকুটিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা তাঁতী লীগের সদস্য সচিব মিজানুর রহমান (৪৩) কে গ্রেপ্তার করে। এছাড়া কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : উপজেলার শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ, একই এলাকার মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) ও কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন।