মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

2:57 pm , April 8, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় গ্রিল কেটে প্রবাসীর বসতঘরে  ডাকাতি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের হলতা গ্রামে সৌদি প্রবাসী ও ইসলামী আন্দোলন পিরোজপুর জেলার সহ-সভাপতি মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বরের বসতঘরে। প্রবাসী মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বর হলতা গ্রামের বাসিন্দা ফরিদ মাতুব্বরের ছেলে।  প্রবাসীর বাবা ফরিদ মাতুব্বর জানান, আমার দুই ছেলে মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বর ও গিয়াস মাতুব্বর পরিবারের লোকজন নিয়ে একত্রে বসবাস করে। প্রতিদিনের ন্যায় রাতে আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতের একটি দল আমাদের রুমে প্রবেশ করে এবং আমাদের সবাইকে পেছন হাত বেঁধে ফেলে। পরে তারা নিচতলা ও দুই তলার বিভিন্ন রুমে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানান ভুক্তভোগী পরিবার। পরে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসী জানান, ডাকাতের দল কৌশলে প্রবাসী মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বরের বাসায় ডাকাতি করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT