2:49 pm , April 8, 2025

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সার্কেলে নতুন সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জাকির হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় তার কার্যালয়ে ভোরের ডাক প্রতিনিধি জাহিদুল বারী খোকন ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিবেদক কবির হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা যায়, কুষ্টিয়া জেলার অধিবাসী জাকির হোসেন বাংলাদেশ পুলিশে যোগদানের পর সিএমপি, মাগুরা, বরগুনা, মেহেরপুর. ঝালকাঠিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষ ঝালকাঠি থেকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সার্কেলের সিনিয়র সরকারি পুলিশ সুপার হিসেবে মঙ্গলবার যোগদান করেন।
যোগদানের পর জাকির হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, মেহেন্দিগঞ্জ সার্কেলের আওতাধীন মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবো। তিনি সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড রুখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।