3:38 pm , April 7, 2025

ভোলা প্রতিবেদক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ভোলার চরফ্যাশনে নিহত ব্যবসায়ী মাসুদের পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল। রোববার রাতে চরফ্যাশনের আবু বক্করপুর ইউনিয়নে নিহত ব্যবসায়ী মাসুদের বাড়িতে আসেন নুরুল ইসলাম নয়নসহ যুবদলের নেতৃবৃন্দ। এসময় তারা নিহত মাসুদের বাবা ও মাসহ পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এসময় নিহতের পরিবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিনসহ তার বাহিনীর সদস্যদের ফাঁসি দাবী করেন। পরে নিহত মাসুদের কবর জিয়ারত করেন যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক নাকিব চৌধুরী,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ সুমন, জেলা ছাত্রদল নেতা এম রহমান রুবেন, মঞ্জু প্রমুখ।
উল্ল্যেখ্য,গত ৪ এপ্রিল ব্যবসায়ী মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহত মাসুদের ভাই রায়হান বাদী হয়ে আলামিনসহ ৪৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯জনকে আটক করেছে। তবে প্রধান আসামী এখনো ধরাছোঁয়ার বাইরে।