3:02 pm , April 7, 2025

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ও চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে নো ওয়ার্ক নো স্কুল দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল দশটায় বিক্ষোভ মিছিল বের করে চরফ্যাসন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ও রেসিডেন্সিয়াল মাদরাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান, চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইউব আলী, কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মারুফ বিল্লাহ, প্রভাষক আফজালুল হোসাইন, জুলকার নাইন, আরিফ হোসাইন,আকবর হোসাইন, মাওলানা আব্দুল মজিদ, আল আমিন, আব্বাস উদ্দিন,আবদুস সহিদ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাচ্ছি, আমরা জাতিসংঘের নিকট আহবান করছি ইসরাইলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান করা উচিত এবং ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে কঠিন কর্মসূচি ঘোষণা করা দরকার।
বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জন এবং তাদের সাথে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।