3:01 pm , April 7, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস,কাউখালী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক রবিন মুখোপাধ্যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াসউদ্দিন অলি, উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনির, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।